ছিটকে গেলেন ইংলিশ অলরাউন্ডার
আঙুলের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার জেমি ওভারটন। এডজবাস্টনে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে তিনি ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান।
চোট পাওয়ার পরপরই ওভারটন মাঠ ছেড়ে চিকিৎসা নেন, তবে পরে আবার বল হাতে ফিরে এসে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ইংল্যান্ড ম্যাচটি ২৩৮ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ওভারটনের সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগবে। ফলে তিনি ওয়ানডের পর পরবর্তী তিনটি টি-টোয়েন্টি ম্যাচেও খেলতে পারবেন না।
এখন পর্যন্ত তার কোনো বদলি খেলোয়াড় ডাকা হয়নি। স্কোয়াডে থাকা ম্যাথু পটস ও লুক উডের মধ্যে পটসের খেলার সম্ভাবনা বেশি।
এর আগে ইনজুরির কারণে ইংল্যান্ড স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন আরো তিন পেসারর—মার্ক উড, জোফরা আর্চার ও গাস অ্যাটকিনসন।

